ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

একই স্থানে কৃষকলীগ-ছাত্রলীগের সমাবেশ

কাপাসিয়ায় ১৪৪ ধারা জারি   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ২০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:০১, ২০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই স্থানে একই সময়ে কৃষকলীগ ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় শুক্রবার স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কৃষক লীগ এবং ছাত্রলীগ কড়িহাতা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় সমাবেশ আহবান করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ওই এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।   

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, উপজেলার কড়িহাতা উচ্চ বিদ্যালয় মাঠে একই সময়ে দুই গ্রুপ সমাবেশ আহবান করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে উপজেলা প্রশাসন শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আর/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি